Criminal Details

viserfly

মৃত্যু নয়, এটা হত্যা — হালিশহরে ধনীর দুলালের বেপরোয়া গাড়িতে পিষ্ট হয়ে প্রাণ গেল গরিবের ছেলের! খুনির নাম: তানিম হোসেন, পিতার নাম: এরশাদ হোসেন

2025-Jun-15


মৃত্যু নয়, এটা হত্যা — হালিশহরে ধনীর দুলালের বেপরোয়া গাড়িতে পিষ্ট হয়ে প্রাণ গেল গরিবের ছেলের!

📅 তারিখ: ১১ জুন ২০২৫ (বুধবার)
🕔 সময়: আনুমানিক বিকেল ৫:৩০ মিনিট
📍 স্থান: হালিশহর বড়পোল মোড় সংলগ্ন আড়ং-এর সামনের সড়ক, চট্টগ্রাম মহানগর

Hz2uA22.jpeg

🎯 ঘটনা ?

চট্টগ্রাম শহরের ব্যস্ততম মোড় বড়পোল, যেখানে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে, সেখানেই ১১ জুন ২০২৫ তারিখে ঘটে এক মর্মান্তিক ঘটনা।
একটি সাদা রঙের হোন্ডা সিভিক প্রাইভেটকার (নম্বর: চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬) বেপরোয়া গতিতে এসে সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়া এক কিশোরকে ধাক্কা দেয়।
ওসমান গনি নামের ওই কিশোর ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।


⚖️ গাড়ি চালক ও তার পরিবার সম্পর্কে তথ্য:
নাম: তানিম হোসেন
বয়স: ১৯ বছর
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি ২য় বর্ষ, চট্টগ্রাম কমার্স কলেজ, জিইসি মোড়, চট্টগ্রাম
ড্রাইভিং লাইসেন্স: নাই (অবৈধভাবে গাড়ি চালাচ্ছিল)
পেশা: ছাত্র
বর্তমান অবস্থা: দুর্ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু মাত্র ২ ঘণ্টা পরেই মুক্তি পায়, স্থানীয় প্রভাবশালী চক্র ও টাকার খেলা মাধ্যমে

🚘 গাড়ির মালিক ও পারিবারিক প্রোফাইল:
পিতার নাম: এরশাদ হোসেন
        পেশা: শেয়ার ব্যবসায়ী
মাতার নাম: সাবানা
পেশা: গৃহিণী
স্থায়ী ও বর্তমান ঠিকানা:
ফ্ল্যাট #B7, রেভকন ডোরাডো, প্লট #7, রোড #1, লেন #4, ব্লক-L, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম-4216


🕊️ নিহত ভিকটিম ওসমান গনির পরিচয়:
নাম: ওসমান গনি
বয়স: ১৭ বছর
পেশা: কেয়ারটেকার (চট্টগ্রামের জানে আলমের বাসায় কর্মরত ছিলেন)
পিতার নাম: নাসির
মাতার নাম: রুকছানা বেগম রুমি
স্থায়ী ঠিকানা:
গ্রাম: পূর্ব বাইশারী, ওয়ার্ড #৯, বাইশারী ইউনিয়ন পরিষদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা, বান্দরবান পার্বত্য জেলা
পরিবারে: তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন ওসমান


📰 মিডিয়া ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন:

✅ স্থানীয় গণমাধ্যমগুলো পুলিশের তথ্যে ভিত্তি করে চালকের বয়স কমিয়ে ১৫-১৭ বছর দেখাচ্ছে।
✅ প্রত্যক্ষদর্শীদের মতে, সে স্পষ্টভাবে প্রাপ্তবয়স্ক, এবং একটি ভিডিওতেও তার আচরণ ও ভাষা অনুযায়ী বয়স ১৮ বছরের বেশি বলে প্রতীয়মান হয়।
✅ অভিযোগ রয়েছে, অভিযুক্তের পরিবার:

Sg5Iskz.jpeg
Mohammad Moniruzzaman OC (Halishahar) Chittagong (Responsible Officer 👮‍♂️)

Mobile Number : 01320-052770

Phone (Office) : 0241370340

Email : occmp.hal@police.gov.bd
যদি এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকে তাহলে পুলিশকে দিন।
যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে উনার বিরুদ্ধে অভিযোগ জানাতে evidence@criminalofficer.com

⚠️ চাওয়া আমাদের — ন্যায় বিচার হোক:

🔹 ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে তানিমের বাবাকেও গ্রেপ্তার করতে হবে!
🔹 পরিবারের অবৈধ সম্পদ তদন্ত করতে হবে!
🔹 যদি ঘুষ নিয়ে এই হত্যাকে চাপা দিতে চায় — পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মিডিয়া প্রতিনিধি — তাদের এই হত‍্যার দ্বায় নিতে হবে!

e5YV2Uo.jpeg

📢 আমরা কি কোরবানির পশু? নাকি নাগরিক?

এটা কোনো দুর্ঘটনা নয়, এটা স্পষ্ট হত্যাকাণ্ড।
ANvAyri.jpeg
ধনীর ছেলে নিজের ক্ষমতা ও টাকার জোরে এক গরীব কিশোরের জীবন কেড়ে নিয়েছে — এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

bbgtMGP.jpeg

এমনকি খুনির বাবা সবাইকে হুমকি দিয়েছে।যারা তাদের বিরুদ্ধে যাবে সবাইকে গুলি করবে।আমরা খুনি মাফিয়া হাসিনাকে বিদায় দিয়েছি নতুন কোনো খুনি কিংবা মাফিয়া দেখার জন‍্য নয়।gPx6gG9.jpeg

তাই এই খুনিদের দ্রুত গ্রেফতার করে তাদের ক্ষমতার উৎস খুঁজে বের করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

যদি কেও তাদের সম্পর্কে কোনো তথ‍্য জেনে থাকেন তাহলে দেশের স্বার্থে আমাদের দিন যেনো আপনার সন্তান একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে।

📬 আপনার করণীয় — যুক্ত হোন ও রিপোর্ট করুন:

🟥 যদি আপনি এরকম কোনো অপরাধ, অন্যায় বা দুর্নীতি সম্পর্কে জানেন —
📧 evidence@nationalcriminal.com (সাধারণ নাগরিক অভিযোগের জন্য)
📧 evidence@criminalofficer.com (সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে)

📌 রেজিস্ট্রেশন করুন NationalCriminal.com-এ এবং নিজের এলাকাকে অপরাধমুক্ত রাখতে সচেষ্ট হোন।


✊ আমরা আছি — আপনি একা নন।
BangladeshCriminal.com — অপরাধের বিরুদ্ধে সত্যের পক্ষেই থাকুন।
এখানে কেও টাকা বা ক্ষমতা দিয়ে কিছু করতে পারবে না।এমনকি তাদের জন‍্য যদি আইনজীবী পক্ষ নিয়ে টাকা দিয়ে তাদের মুক্তি দিতে সহায়তা করে তাহলে bookmylawyers.com এ রিভিউ দিন এবং ঐ আইনজীবীর ছবি সহ nationalcriminal.com প্রকাশ করুন।

Last Update:  মামলার তদন্ত কর্মকর্তা ও হালিশহর থানার A.S.I  আবু সাঈদ বলেন, বেপরোয়া গতির প্রাইভেট কারের চাপায় নিহত ওসমান গনির মামা আবুল কাশেম চালককে আসামি করে মামলা করেছেন।

আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।


Disclaimer – NationalCriminal.com

NationalCriminal.com is a global civic platform created to promote transparency, public accountability, and lawful digital documentation based on publicly submitted information, civic experience, and verifiable evidence.

By accessing or submitting content to this platform, all users agree to the following:

1. Jurisdictional Protection & International Law Compliance

NationalCriminal.com operates under the principles of freedom of expression, press freedom, and citizen rights to report abuse as recognised under:

Article 19 of the Universal Declaration of Human Rights
European Convention on Human Rights (ECHR)
International Covenant on Civil and Political Rights (ICCPR)

This platform is operated from jurisdictions where such rights are constitutionally protected. As such, no national authority may impose external censorship or prosecution upon its contents unless proven by legal means and supported by verifiable international agreements.

2. No Legal Responsibility for User Submissions

All information submitted to NationalCriminal.com—including reviews, evidence, and reports—is the sole responsibility of the individual contributor. The platform:

Does not guarantee the authenticity or outcome of any claims
Reserves the right to investigate, verify, or decline content prior to or after publishing
May remove or retain content in line with its editorial and legal review process

3. Third-Party Legal Claims

Any individual, institution, or government entity wishing to challenge a publication or request removal must submit:

Official legal documentation or court order
Supporting evidence proving falsehood or defamation

Requests will be reviewed by our legal team and assessed independently.

📩 Contact for legal inquiries: evidence@nationalcriminal.com

4. Purpose of Platform

NationalCriminal.com is not a law enforcement agency, and does not engage in criminal prosecution. It serves as a civic archive and public awareness initiative, giving voice to those who believe in justice through transparency.

5. Final Notice

By using this website, you acknowledge that NationalCriminal.com:

Operates lawfully and independently
Is protected under international free speech and press law
Will cooperate only with valid, lawful & verified international legal processes

Share:

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more

Allow